রাসুল (স.) এর মর্যাদা (১ম অংশ) : অধ্যাপক মুফিজুর রহমান

মুহাম্মদ (সাঃ) তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। (সুরা আহযাব, ৩৩ : ৪০) তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের হিতাকাক্সক্ষী, ঈমানদারদের প্রতি হচ্ছেন স্নেহপরায়ণ ও পরম দয়ালু। (সুরা তাওবা : ১২৮, ১২৯) হে নবী! আমি আপনাকে সাক্ষ্য প্রদানকারী, সুসংবাদ দানকারী, গাফিলদের সতর্ককারী ও আল্লাহর পক্ষ থেকে তাঁরই দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল জ্যোতিষ্করূপে প্রেরণ করেছি।